সচেতনতা মূলক প্রশিক্ষণ শিবির বীরভূমের খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৮ এএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বীরভূম জেলার খয়রাশোল ব্লকের দশটি পঞ্চায়েতের সাথে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট নামক এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়েছে পানীয় জলের সমস্যা দূরীকরণে কর্মসূচি। পঞ্চায়েত ভিত্তিক প্রধানউপপ্রধান,ইক্সিকিউটিবএ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, নির্মাণ সহায়ক সহ গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধি দলের সদস্য সমন্বয়ে গঠিত হয়েছে ভিলেজ ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটি। আজ উক্ত কমিটির সদস্যদের নিয়ে রূপুষপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবির ।নিজ নিজ এলাকায় পানীয় জলের জন্য ব্যবহৃত টিউবওয়েল গুলোর রক্ষনা বেক্ষণ, মেরামতি তথা সংস্করনে তদারকি এমনকি পঞ্চায়েতের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান, জলের অপচয় বন্ধ ইত্যাদি দায়িত্ব পালন করার বিষয়ে আলোকপাত করেন শিবিরে। এদিন উপস্থিত ছিলেন রূপুষপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি , পঞ্চায়েত স্টাফ সহ সংস্থার ব্লক সুপার ভাইজার দোলন দিপানী দে, হাইজিন এডুকেটর শিউলি,বাঘিষা,সব্যসাচি, মহাদেব এবং ফিল্ডকর্মী জয়ন্ত, পিনাকী, সুমন্ত, শচীন সহ কমিটির অন্যান্য সদস্যরা। স্লাইডশো র মাধ্যমে আজকের আলোচনা যেমন করা হয়, পাশাপাশি দলগত ভাবে সদস্যরা বসে হাতে কলমে এলাকার পানীয় জল সহ অন্যান্য সমস্যা এবং সমাধানের পথ খুঁজে উপস্থাপন করেন উপস্থিত সদস্যবৃন্দ। দলগত প্রতিযোগিতার জন্য ট্রফি প্রদান করা হয়। আজকের ঘটনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান রূপুষপুর গ্রাম পঞ্চায়েতের ইক্সিকিউটিব এ্যাসিস্ট্যান্ট।