দুই দিন নক আউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন বামনগোলার নালাগোলা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
মালদাঃ- বামনগোলা ব্লকের কন্যাদিঘি আদিবাসী মুনলাইট ক্লাবের উদ্যোগে দুই দিন চলা ১৬টিমের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয় মদনাবতী অঞ্চলে কন্যাদিঘি ফুটবল মাঠে,আজ ছিল এই ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা।জানাযায় ওই মাঠে গোলপোস্টটি ভালো ছিলো না ফুটবল খেলার সময় সমস্যা হতো এদিন খেলা মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শিক্ষক চুনিয়া মুর্মু নিজস্ব তহবিল থেকে ১৮০০০টাকা ব্যায়ে আথের গোল পোস্ট তৈরি করেন। আগামী দিনে আরো দুটি ফুটবল ও জার্সি তুলেদেবেন চুনিয়া মুর্মু।এই খেলার মাঠে উপস্থিত ছিলেন মালদা জেলা আদিবাসী তৃনমুল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, হবিবপুর বিধান সভার বিধায়ক জুয়েল মুর্মু,মালদা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ পিংকি সরকার মাহাতো, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক হরিহর মাহাতো।নালাগোলা পুলিশ ফাঁড়ি ওসি সুবির সরকার। এসি,এসটি সেলের জেলা কমিটির সদস্য লুকাশ সরেন, সুশান্ত সরকার পঞ্চায়েত সমিতির সদস্য,কন্যাদিঘি আদিবাসী মুনলাইট ক্লাবের সভাপতি উওম হেমরম, সম্পাদক বাবলু মুমূ। এই খেলায় ফাইনালে ওঠে গুপিডাঙ্গা ক্লাব ও বামনগোলা ব্লকে মদনাবতি অঞ্চলে,আজনাথ ক্লাব, দক্ষিদিনাজপুর। চ্যাম্পিয়ান হয় গুপিডাঙ্গা ক্লাব ও রানার্স হয় আজনাথপুর। খেলার শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।