শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

বড়ঞা পঞ্চায়েত সমিতি ও বড়ঞা ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন হল

ভিক্টর ব্যানার্জী, মুর্শিদাবাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

বড়ঞা পঞ্চায়েত সমিতি ও বড়ঞা ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো শনিবার। এদিন জেলা শাষক,জগদীস প্রসাদ মীনা র_ হাতে আনুষ্ঠানিক ভাবে প্রদিপ উজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হলো বড়ঞা ব্লকের  বিশিষ্ট সমাজসেবী  সুনিল মোহন ঘোষ মল্লিকের নামে একটি মুক্তমঞ্চ । এছাড়াও ফিতে কেটে উদ্ধোধন হলো রাজীব গান্ধী সেবা কেন্দ্র ও কমিউনিটি ভবন । শনিবার সকাল থেকেই নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি।