শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনগরে প্রকৃতি খামারে বিশিষ্ট শিক্ষক প্রভাত দত্তের স্মরণসভা

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

বীরভূমের রাজনগরের সাহাবাদ গ্রাম সংলগ্ন প্রকৃতি খামারে বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট শিক্ষক প্রভাত দত্তের স্মরণসভার আয়োজন করা হল। 
রাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবী সন্তোষ কর্মকার প্রায় ১০ বছর আগে প্রকৃতি পরিবেশ চর্চা ও জৈব চাষ শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে রাজনগরের রানীগ্রাম ও সাহাবাদ গ্রামের মধ্যস্থলে পাটমুড়ি মৌজায় একটি প্রকৃতি খামার গড়ে তোলেন। এই প্রকৃতি খামারের অভিভাবক রূপে ছিলেন সমাজসেবী-শিক্ষক প্রভাত দত্ত। গত ২৯ শে সেপ্টেম্বর রানিগ্রামে নিজ বাড়িতে তিনি ৭৭ বছর বয়সে প্রয়াত হন। প্রয়াত এই বিশিষ্ট শিক্ষকের স্মরণসভার আয়োজন করা হয় এই প্রকৃতি খামারে। প্রকৃতি খামারে এক প্রাকৃতিক পরিবেশে খড়ের ছাউনি যুক্ত "মুক্তমঞ্চে" বিশিষ্ট শিক্ষকের স্মরণসভার আয়োজন করা হয়। প্রয়াত শিক্ষকের প্রতিকৃতিতে মাল্যদান ও তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গুলি নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন এই স্মরণ সভার প্রধান উদ্যোক্তা শিক্ষক সন্তোষ কর্মকার, জয়দেবের শ্যাম সখা আশ্রমের শ্যাম হালদার, জয়দেব ভক্তি ভবনের আনারুল হক,  জয়দেব সংস্কৃতি সেবা সমিতির রনজিৎ মুখোপাধ্যায়, টেগোর সোসাইটির চন্দ্রকান্ত দত্ত, প্রয়াত শিক্ষক প্রভাত দত্তের পুত্র সৌমেন দত্ত সহ অন্যান্যরা।