শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাত বাড়ালেই বন্ধু` ও এসো বন্ধু`র উদ্যোগে আম্ফান দুর্গতদের ত্রান

নিজস্ব সংবাদদাতা, বকখালি,দক্ষিন ২৪ পরগনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালিতে আমফানে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ বিতরণ করা হল। বকখালির একটি হোটেলে এদিন প্রায় পাঁচশো জন দুস্থ মানুষের হাতে এই ত্রাণ তুলে দেওয়া হয় ' হাত বাড়ালেই বন্ধু' ও 'এসো বন্ধু' নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এদিন বকখালির লক্ষ্মীপুর গ্রামে কয়েকশো অাম্ফান দুর্গত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসেন সংস্থার কর্মকর্তাগণ । ত্রাণ তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ এলাকার অমরাবতী ও লক্ষীপুর গ্রামের কয়েকশো পরিবারের হাতে।পাশাপাশি এখানে মেডিক্যাল ক্যাম্প করা হয় যেখানে এখানকার দুস্থ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি এলাকার পাঁচশ জন মানুষের পেট পুরে খাবারের ব্যবস্থাও করা হয় 'হাত বাড়ালেই বন্ধু' এবং 'এসো বন্ধু' নামের স্বেচ্ছাসেবী সংগঠন দুটির তরফে। ২০১৯ এর সা-রে-গা-মা-পা  খ্যাত গৌরব, স্নিগ্ধা ও সুমন সহ পুরো টিম এই ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন। তাঁরা জানান পুজো হোক বা না হোক এই করোনা আবহে পুজোর আগে সুন্দরবনের মানুষের পাশে এসে কিছুটা হলেও যে তাঁরা সহযোগিতা করতে পেরেছেন এতে তাঁদেরও ভালো লাগছে। এই সংগঠনের সম্পাদক প্রশান্ত হাজরা জানান আমরা ফ্রেজারগঞ্জ মৌশুনি এলাকার আম্ফান ক্ষতিগ্রস্ত মানুষদের সাধ্যমত এক মাসের রেশনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই এলাকাগুলিতে যেহেতু পানীয় জলের সমস্যা রয়েছে তাই এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই এলাকায় বেশ কয়েকটি টিউবওয়েলও বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।