সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সদুল্লাপুরের মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি মেরামতের দাবি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

হক জাফর ইমাম, মালদা:
মালদা জেলা ইংরেজবাজার ব্লকের সদুল্লাপুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি মেরামতের দাবিতে পথে বসে আন্দোলন করলো হিন্দু মিলন মহাসঙ্ঘের সদস্যরা।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত মালদা শহরের পোস্ট অফিস মোড়ে রাস্তায় বসে আন্দোলন করলেন হিন্দু মিলন মহাসঙ্ঘের সদস্যরা। সেখানে নেতৃত্ব দেন মালদার বিশিষ্ট সমাজসেবী তথা ব্যক্তিত্ব স্বপন শর্মা। এছাড়াও সেখানে ছিলেন সদুল্লাপুর মহাশ্মশানের বেশ কয়েকজন সাধু সহ শহরের কিছু যুবক হিন্দু মহাসঙ্ঘের সদস্য। মূলত তাদের দাবি সদুল্লাপুর শ্মশানে দুইটি মাত্র বৈদ্যুতিক চুল্লি তার মধ্যে একটা পুরোপুরি বিকল, একটাতে কোনমতে কাজ চালাচ্ছে, ভুগতে হচ্ছে প্রতিদিনই শ্মশান যাত্রীদের। একটা চুল্লিতে মৃতদেহ দাহ করার জন্য সময় লেগে যাচ্ছে প্রায় ঘন্টাখানেক। কোন কোনদিন লাইন পড়ে যাচ্ছে মৃতদেহের। সমস্যায় ভুগছে শ্মশান যাত্রীরা। বেশ কয়েকবার পৌরসভাসহ জেলা পরিষদের এডিএম দেখে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোন কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বারংবার পৌরসভা ও জেলা পরিষদের তরফ থেকে শিলান্যাস কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, লোক দেখানো? এমনটাই অভিযোগ করছে হিন্দু মিলন মহাসঙ্ঘের সদস্য স্বপন শর্মা মহাশয়। এই সবকিছুর দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করল পোস্ট অফিস মোড়ে।