রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে বেসরকারি স্কুলের উদ্বোধনীতে শাসক-বিরোধী এক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

মালদা: রাজনৈতিক ময়দানের দ্বন্দ্ব ভুলে একটি বেসরকারি স্কুলের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শাসক-বিরোধী এক মঞ্চে। বুধবার পুরাতন মালদা এলাকায় মঙ্গলবাড়ী বিদ্যাভারতী শিশু তীর্থের নতুন ভবনের উদ্বোধন করা হয়। বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ সহ অন্যান্যদের। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দশরথ বর্মন সহ অন্যান্য অতিথিরা। এদিন অতিথি বরন, প্রদীপ প্রজ্জ্বলন, রবীন্দ্র সংগীত এবং ফিতে কেটে এই নতুন ভবনের উদ্বোধন করা হয়। এই বিষয়ে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দশরথ বর্মন জানান, গত 21 বছর আগে এই বিদ্যালয় পথ চলা শুরু করে। নিজস্ব কোন ভবন ছিল না এতদিন। নতুন জায়গা কিনে আধুনিকরণের সাথে এবং জেলার শিক্ষার মানকে আরও উন্নত করার লক্ষ্যে নতুনভাবে এই বিদ্যালয়ের ভবন তৈরি করা হয়েছে। পঠন পাঠনের জন্য ছাত্র-ছাত্রীদের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এখানে।