বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁদা তুলে নদীভাঙন রােধে বাঁশের গড় মানিকপুরে

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

রাজনগর মানিকপুরের বরাক নদীর ভাঙন সমস্যা দীর্ঘদিনের । প্রায় দশ বছর ধরে ভাঙনের ফলে টিআরকে সড়কের ২০০ মিটার নদীগর্ভে চলে গেছে । যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে । মানুষ কোনওক্রমে চলাচল করতেন । কিন্তু ক'দিন আগে ভারি বৃষ্টিপাতের ফলে চলাচলের অংশটুকুও নদীগর্ভে চলে গেছে । ফলে মানুষের দুর্ভোগের অন্ত নেই । স্থানীয় ভাঙন প্রতিরােধ কমিটির সভাপতি প্রাক্তন সেনাকর্মী আক্তার হুসেন মজুমদারের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে বাঁশের গড় দিয়ে বালুর বস্তা দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে । গত রবিবার স্থানীয় বিধায়ক কিশাের নাথ নদী ভাঙন পরিদর্শনে এসেছিলেন । তিনি বলেছেন , বৃষ্টি উঠলেই ভাঙন প্রতিরােধের কাজ শুরু হবে । ভাঙন প্রতিরােধের জন্য টাকা বরাদ্দ হয়েছে । ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে ।