সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন কংগ্রেসে রাশিদা-ইলহানের ঐতিহাসিক দ্বৈরথ

এস এম সাব্বির খান

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রথম মুসলিম-নারী কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন ডেমোক্রেটিক পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালইব এবং সোমালিয় বংধোদ্ভূত ইলহান ওমার।

১৩তম মার্কিন কংগ্রেশনাল স্ট্যাট মিশিগান থেকে সাবেক প্রতিনিধি জন কনারের আসনটিতে নিজের বিজয় নিশ্চিত করেন রাশিদা তালইব। অন্যদিকে সাবেক প্রতিনিধি ক্যাথ এলিসনের ৫ম মার্কিন কংগ্রেসনাল স্ট্যাট মিনেসোটা তে জয় লাভ করেন ইলহান ওমর। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮,১৬৬ ভোট (৯১.২%) পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত তালইব এর নিকট প্রতিদ্বন্দ্বী ওয়ার্কিং ক্লাস পার্টির স্যাম জনসন পেয়েছেন ৪,৩৭৫ ভোট। অপরদিকে মিনেসোটাতে রেকর্ড ৭৮.৪% (২,৬৪,৩৮১ ভোট) জনসমর্থন অর্জন করে প্রথম কৃষ্ণাজ্ঞ মুসলিম-নারী হিসেবে বিজয়ী হন ইলহান ওমর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেনিফার জেলেনিসঙ্কি পেয়েছেন ৭২,৮৫২ ভোট।

মিশিগান ডেমোক্র্যাটিক রিপাবলিকান-এর জন কণারের আসনটিতে নিজের সুস্পষ্ট আধিপত্য জানান দিলেন ডেমোক্রেটিক পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী রাশিদা তালইব। আমেরিকার পরিবর্তন ও প্রগতিশীলতার স্লোগানধারী বামপন্থী নেত্রী তালইব কংগ্রেস পদপ্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে প্রকাশিত রায়ে বিশাল ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম-নারী কংগ্রেস সদস্য হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে দেয়া এক কট্টর বক্তব্যের জন্য তাকে গ্রেফতার করে মিশিগান পুলিশ।

এদিকে মার্কিন কংগ্রেসের প্রথম কৃষ্ণাজ্ঞ মুসলিম-নারী হিসেবে বিজয়ী ইলহান ওমর সোমালিয়া গৃহযুদ্ধের সময় মাত্র ১২ বছর বয়সে শরনার্থী হিসেবে সপরিবারে পালিয়ে আসেন কেনিয়াতে। সেখানে ৪ বছর শরনার্থী শিবিরে থাকার পর তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।     

মিশিগান জুড়ে একটি প্রগতিশীল ধারার সমাজ পরিবর্তনে প্রতিজ্ঞ প্রথম মুসলিম-নারী কংগ্রেস প্রতিনিধি, দুই সন্তানের জননী রাশিদা তালইব এবং প্রথম মার্কিন কৃষ্ণাজ্ঞ মুসলিম-নারী কংগ্রেস প্রতিনিধি হিসেবে মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমর এখন বিশ্ববাসীর চোখে 'আইকন ওমেন'।

 

 

এস খান