সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা জয়ী পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

রাজ্যে তাঁর লক্ষ লক্ষ গুনমুগ্ধ ও শুভাকাঙ্খিদের প্রার্থনা সফল করে পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী মারন ভাইরাস করোনা জয়ী হলেন। 
গত ২৪ সেপ্টেম্বর তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। কাঁথির অধিকারী পরিবার সূত্রে খবর, তেমন কোনও উপসর্গ না থাকলেও দিন কয়েক আগে সন্দেহ হওয়ায় শুভেন্দু অধিকারী করোনা পরীক্ষা করান। ২৪ তারিখ সন্ধেবেলা সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, এদিনই হলদিয়ায় তাঁর একটি কর্মসূচি ছিল। কিন্তু তাতে যোগ দেননি শুভেন্দু অধিকারী। এরপর সন্ধেবেলা রিপোর্ট পেতেই কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে তিনি আইসোলেশনে চলে যান। একইসঙ্গে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর মা গায়েত্রী অধিকারীর। প্রসঙ্গত প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দুবাবুর বড় ভাই। বর্তমানে তাঁরাও সুস্থ্য।

উল্লেখ  বাংলায় করোনাভাইরাসের সংক্রমণের পর শাসক দলের হাতেগোণা যে ক’জন বড় নেতাকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁর মধ্যে শুভেন্দু বাবু ছিলেন অন্যতম।এছাড়াও সারা বছর ধরে তিনি মানুষের বিপদে আপদে তাঁদের পাশে থাকেন। তাই তিনি করোনা আক্রান্ত হওয়ায় আতংক দানা বেঁধে ছিলো তাঁর লক্ষ লক্ষ গুনমুগ্ধ ও শুভাকাঙ্খিদের মনে ।

রাজ্যের পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা মুক্তির খবরে খুশীর হাওয়া রাজ্য জুড়ে তাঁর ও তাঁর মায়ের সুস্থ্যতা কামনা করে রাজ্য জুড়ে মন্দির-মসজিদ-গীর্জা সহ বিভিন্ন ধরনের ধর্মীয় স্থানে পুজার্চনা শুরু করেছিলো তাঁর গুনমুগ্ধরা। আজ শুভেন্দু বাবুর সুস্থ্য হয়ে ওঠার খবর পেয়ে তারা সকলেই খুশী।

জানা গেছে আজ তিনি ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ্য হয়েছেন মন্ত্রী মা গায়ত্রী অধিজারীও।তাঁকেও কলকাতার বেসরকারী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।