বেসরকারিকরণ বন্ধ করার প্রতিবাদে আন্দোলনে নামলেন বিদ্যুৎ কর্মীরা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার | আপডেট: ০৯:০২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

মালদা: বিদ্যুৎ বিল ২০২০ বাতিল, শক্তির উৎস বেসরকারিকরণ বন্ধ এবং উড়িষ্যা, উত্তর প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ সংস্থা গুলির বেসরকারিকরণ বন্ধ করার প্রতিবাদে আন্দোলনে নামলেন বিদ্যুৎ কর্মীরা। এই মর্মে এদিন মালদা শহরের রথবাড়ি বিদ্যুৎ কার্যালয়ের সামনে WBSEB ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, অফিসার অ্যাসোসিয়েশন সহ একাধিক যৌথ ইউনিয়ন এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। এই বিষয়ে ডিভিশনাল ইঞ্জিনিয়ার, জানান কেন্দ্রীয় সরকার যেভাবে শক্তির উৎস কে বেসরকারিকরণ করছে তারই প্রতিবাদে তারা আন্দোলনে গর্জে উঠেছেন। আজকের এই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের এই খামখেয়ালি চিন্তাভাবনা গুলি অবিলম্বে বন্ধ করার জন্য আওয়াজ তুলেন।