বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গবেষক চিত্তরঞ্জন দাশগুপ্তের স্মরণসভা বিষ্ণুপুর শহরে

আব্দুল হাই, বাঁকুড়াঃ -

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা  শাখার উদ‍্যোগে  সমিতির পুরোধা নেতৃত্ব,পুরাতত্ত্ববিদ,সুলেখক,রাঢ়বঙ্গের বিবিধ বিষয়,মন্দির সম্পর্কিত বিষয়ের গবেষক,শিক্ষক প্রয়াত চিত্তরঞ্জন দাশগুপ্তের স্মরণসভা  বিষ্ণুপুর কর্মচারী ভবনে অনুষ্ঠিত হয়।      তাঁর স্মৃতিচারণ করেন সমিতির সাধারন সম্পাদক সুকুমার পাইন,জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত,প্রাক্তন শিক্ষক নেতা,চিত্তবাবুর সর্বক্ষণের সাথী কিরীটি মুখার্জী,অধ‍্যাপক আন্দোলনের নেতা বিশ্বনাথ কয়াল,প্রাক্তন নেতৃত্ব শিবপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।নিখিলবঙ্গ শিক্ষক সমিতির  1954 সালের আন্দোলন,1966 সালের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল।1966সালের আন্দোলনে কারাবরন করেন।    শিক্ষক শিক্ষা আন্দোলনে তাঁর অগ্রনী ভূমিকা সংগঠনকে মজবুত করেছিল।এছাড়াও বিষ্ণুপুরে সমিতির বাঁকুড়া জেলা শাখার উদ‍্যোগে নিখিলবঙ্গ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ  ভূমিকা ছিল।
তিনি আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের সদস‍্য সচিব,বঙ্গীয় সাহিত্য পরিষদ,বিষ্ণুপুর শাখার অন‍্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক  ছিলেন।তাঁর অসামান্য কীর্তির স্বীকৃতি স্বরূপ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাঁকে পুরষ্কৃত ও সম্মানিত করা হয়।
  তাঁর সহজসরল অনাড়ম্বর জীবনযাপন ছিল।আগামী প্রজন্মকে তাঁর সততা, নিষ্ঠা ও লক্ষ্য ও আদর্শে অবিচল থেকে এগিয়ে গিয়ে তাঁর অসমাপ্ত কাজ পূরণ করতে হবে  বক্তারা এসব আলোচনা  করেন।
সভা পরিচালনা করেন জেলা সভাপতি অতনু বন্দ‍্যোপাধ‍্যায়