পরিবেশকে অবনয়নের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২০ এএম, ৪ অক্টোবর ২০২০ রোববার
পূর্ব মেদিনীপুর:
খেজুরিতে ছাত্র ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা উজান ওয়েলফেয়ার ট্রাস্ট গান্ধী জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে তারা সংগ্রহকৃত বর্জ্য প্লাস্টিক প্রায় শতাধিক বোতলবন্দী করলো l শুধু আজকে দিনে যে তারা প্লাস্টিক বোতল বন্দী করে তাই নয় সারাবছর ধরে কখনো বাস স্ট্যান্ড বাজার এলাকার ছুটির দিনে নিজেরা প্লাস্টিক কুড়িয়ে বোতল বন্দী করে কখনো বা পিকনিকে আসা পর্যটকদের শাল পাতা প্রদানের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার পাঠ দিয়ে থাকে উল্লেখ্য খেজুরির কয়েকটা প্রাথমিক স্কুলেও তারা শালপাতা দিয়ে থার্মোকল না ব্যবহার করার পরামর্শ দিয়েছে পরিবর্তে স্কুলের কচি কাঁচারা তাঁদের হাতে তুলে দিয়েছে অসংখ্য বোতল বন্দী প্লাস্টিক বোতল l সংস্থার কোষাধক্য অরিজিৎ কামিল জানান " যেহেতু করোনা পরিস্থিতি তাই আমরা জোটবদ্ধ হয়ে কোনো একটা নিদিষ্ট জায়গায় আমরা আজকের কর্মসুচি করিনি তাই সকল সদস্যরা নিজেদের বাড়িতে থেকেই আমাদের কর্মসুচিতে অংশগ্রহন করেছি " এই প্লাস্টিক বন্দী বোতল নিয়ে পরবর্তীকালে খেজুরী ব্লক প্রশাসনকে দেওয়ার ভাবনা রেখেছে সংস্থা যা পার্কের দেওয়াল বসার চেয়ার প্রভূত কাজে ব্যবহৃত হবে ll