বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেঘালয়ে ভারি বৃষ্টিপাতে ভূমিধস,মহিলা ক্রিকেটার সহ ১৫ জনের মৃত্যু

দিদারুল ইসলাম, আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার

মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের দরুন ভূমিধস এবং জলের তােড়ে ভেসে গিয়ে গত চারদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ হয়েছেন দু’জন । নিহতদের মধ্যে একজন মহিলা ক্রিকেটারও রয়েছেন । মেঘালয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী কয়রমেন সাইলাে জানান , রাজ্য দুর্যোগ মােকাবিলা তহবিল থেকে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে । গত ২২ সেপ্টেম্বর পশ্চিম খাসিপাহাড় জেলার মকিরবাট এলাকায় ওই তিনকিয়াঙে একটি জিপ গাড়িতে করে ছয় যাত্রী যাচ্ছিলেন । পাহাড়ি জলের স্রোতে গাড়ি সমেত তাঁরা ভেসে গেছেন । তাঁদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে । একজন এখনও নিখোঁজ বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন । এদিকে , পূর্ব খাসিপাহাড় জেলার মাদানরইটিং এলাকায় ভূমিধসে এক নাবালিকার মৃত্যু হয়েছে । মন্ত্রী আরও জানিয়েছেন , লয়ার লুম্পারিং ধােবিঘাট এলাকায় ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে দু’জনের দেহ আগেই উদ্ধার হয়েছিল । শনিবার বাকি তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে । শুক্রবার সকালে সংঘটিত ভূমিধসের ঘটনায় রাজিয়া আহমেদ নামের জাতীয়স্তরের এক মহিলা ক্রিকেটারের মৃত্যু হয়েছে । পূর্ব খাসিপাহাড়ের পুলিশসুপার সিলভেস্টার নংটাইঙ্গার জানিয়েছেন , শুক্রবার সকালে ভূমিধসে নিহতদের মৃতদেহ উদ্ধার হয়েছে । মেঘালয় ক্রিকেট সংস্থার সাধারণ সচিব গিডেবন খারকার বলেন , রাজিয়া আহমেদ ২০১১-১২ সাল থেকে জাতীয় স্তরের বিভিন্ন ক্রিকেট প্রতিযােগিতায় রাজ্যের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন । এদিকে , গত ২৪ সেপ্টেম্বর ভূমিধসে পুলিশ রিজার্ভের দুই আধিকারিকের মৃত্যু হয়েছে । শুধু তা - ই নয় , ভারি বৃষ্টিপাতে পশ্চিম খাসিপাহাড়ে নংস্টয়েঙে দু’জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ বলে প্রশাসনের তরফে জানা গেছে ।