চার ট্যাকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ, আজ প্রজ্ঞাপন
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:২৮ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
প্রধানমন্ত্রীর নির্দেশের পর মন্ত্রিসভা থেকে ৪ ট্যাকনোক্র্যাট মন্ত্রী পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র পদত্যাগের পর ট্যাকনোক্র্যাট বাকি তিন মন্ত্রীও রাতে পদত্যাগ করেন।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভায় থাকা ট্যাকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পদত্যাগের পর রাতে একে একে পদত্যাগ করেন ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।
এই চার মন্ত্রীর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জাগরণকে মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করেছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রিসভায় প্র্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী রয়েছেন। এরমধ্যে ট্যাকনোক্র্যাট মন্ত্রী ছিলেন এই চার জন।
এমএম/বিএস