এগরায় বিদ্যাসাগরের জন্মদিবস পালন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন পালিত হলো। পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছত্রিতে, বিদ্যাসাগর স্মৃতি সংঘের পক্ষ থেকে ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনে পালিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন,সারা বাংলা বিদ্যাসাগর দ্বিশততম জন্ম বর্ষ কমিটির সদস্য তমাল সামন্ত। তিনি বলেন,"বিদ্যাসাগরের আসল চরিত্র সেই চরিত্রকে আড়াল করার চেষ্টা চলছে ।এই উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন,বিদ্যাসাগরের চরিত্রের প্রধান দিক তার অজেয় পুরুষ অক্ষয় মনুষত্ব"। ছত্রি বিদ্যাসাগর স্মৃতি সংঘের সদস্য গোরাচাঁদ মাইতি বলেন, "আমরা কুসংস্কার ভাবনাকে প্রতিরোধ করার চেষ্টা করছি,এর পাশাপাশি তিনি বলেন,বিদ্যাসাগরের চরিত্রকে জীবনে প্রয়োগ করে যাতে আমরা সমৃদ্ধ হতে পারি তার আহ্বান জানিয়েছেন"।
ছত্রি বিদ্যাসাগর স্মৃতি সংঘের সম্পাদক বনবিহারী জানা বলেন, "নানান পূজা, অনুষ্ঠান হয়,আমাদের এলাকায়, কিন্তু মহান মনীষীদের জীবন চর্চার কোন মাধ্যম ছিল না। তাই আমরা এই ক্লাবটি গঠন করেছি। উপস্থিত ছিলেন ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ, শিক্ষক জগন্নাথ বর, গোপাল ওঝা, প্রদীপ বারিক প্রমুখ।