সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক লরি অবৈধ কয়লাও করিমগঞ্জে ঢুকছে না। এসপি

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

এক গাড়ি অবৈধ কয়লাও করিমগঞ্জ জেলায় ঢুকছে না। শনিবার বদরপুর থানায় বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সাফ জানালেন জেলার পুলিশের বড়কর্তা কুমার সন্জীব কৃষ্ণা। হামেশা মেঘালয় থেকে লরির পর লরি  কালো সোনা  বরাকে ঢুকছে। এনিয়ে পত্রিকা খুললেই প্রতিদিন একটা না একটা খবর পাওয়া যায়। কিন্তু বরাকের অন্য জেলায় হয়তো ঢুকছে কিন্তু আমার জেলায় একটি গাড়িও ঢুকছে না  -  এসপি-র সাফ উত্তর। বরং গাড়ির খোঁজ পেলে প্রশাসনকে খবর দিন। আমরা আটক করব। মেঘালয়  কাছাড় হাইলাকান্দি এই তিন প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে করিমগঞ্জে কী ভাবে কয়লা ঢুকবে।  অবৈধ কয়লা বোঝাই লরি তো আগেই আটক হওয়ার কথা। যে দুই একটা গেছে তা ত্রিপুরার।  পশ্চিমবাংলা থেকে আগরতলা গেছে। তাঁর বক্তব্য এ ব্যপারে প্রশাসন কোথাও ঢিলে দিচ্ছে না। আসলে সীমান্ত শহর বলে সব দোষ করিমগঞ্জ প্রশাসনের ঘাড়ে পড়ে বলে ক্ষোভ করেন তিনি।  জেলার সড়কের হাল সর্বত্র বেহাল। তাই লাইম স্টোন বোঝাই ট্রিপার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া আসন্ন দুর্গা পূজাতে কোভিড বিধি মেনে চলার উপর  প্রশাসনের কড়া নজর থাকবে বলে জানান তিনি।