সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ের কাছে এসে হেরে গেল বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-২০ নারী বিশ্বকাপের আগে খেলা নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও মাত্র ৮ রানে হেরেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) গায়ানার প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বাঘিনীদের বোলিং তোপে ৭ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি। জবাবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার জেরে ৯ উইকেটে মাত্র ৯৮ রানের বেশি করতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

আগে ব্যাট করা পাকিস্তান ১০ রানেই প্রথম উইকেট হারায় লতা মন্ডলের থ্রোতে নাহিদা খানের রান আউটে। ২১ রানে উমাইমা সোহাইলকে বোল্ড করেন খাদিজাতুল কুবরা। এরপর ১৮ রান করা আয়েশা জাফর আউট হন রুমানা আহমেদের বলে ফাহিমা খাতুনের হাতে ধরা পড়ে।

চতুর্থ উইকেটে পাকিস্তানের হয়ে ইনিংসের সর্বাধিক ২৮ রানের জুটি গড়েন বিসমাহ মারুফ এবং অধিনায়ক জাভেরিয়া খান। ২১ রান করা জাভেরিয়াকে বোল্ড করে এই জুটি ভাঙেন কুবরা। এরপর পাকিস্তানের হয়ে ব্যক্তিগর সর্বাধিক ২২ রা করা বিসমাহ আউট হন নিগার সুলতানার হাতে ধরা পড়ে ফাহিমার বলে। তাতে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এরপর আলিয়া রিয়াজ ও ১৯ রান করা নিদা দারের উইকেট দুইটি নেন সালমা খাতুন। শেষদিকে সানা মির ৯ রানে অপরাজিত থাকলে ১০৬ রানের পুঁজি পায় পাকিস্তান।

জবাবে বাংলাদেশ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৩৬ রানেই ৪ উইকেট খুইয়ে বসে। পঞ্চম উইকেটে ফারজানা হক এবং রুমানা আহমেদ ২৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করলেও এই জুটি ভাঙার পর বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে ৯ উইকেটে ৯৮ রানেই থেমে যায় বাংলাদেশ।

বাঘিনীদের ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের কোঠায় যেতে পেরেছেন। তাদের পক্ষে সর্বাধিক ২৮ রান করেন চার নম্বরে ব্যাট করতে নেমে রান আউট হওয়া ফারজানা হক। মাত্র ৮ রানে হারের জন্য ফারজানার রান আউট ছিল টার্নিং পয়েন্ট। এছাড়া রুমানা ১০ ও লতা মণ্ডল ১০ রানে অপরাজিত থাকেন।  

পাকিস্তানের পক্ষে আইমান আনোয়ের, সানা মির ও বিসমাহ মারুফ ২টি করে উইকেট নেন।

আরএস