চারি দিকে চলছে মহামারীর সংকট তার উপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
অভিজিৎ মন্ডল:-
জলের তলায় তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটান এর রাস্তা, মূলত পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড যাওয়ার এবং ৮০ নম্বর জাতীয় সড়ক ও ৩৪ নম্বর জাতীয় সড়কের এক মাত্র যোগাযোগের ব্যবস্থা এই নিশিন্দ্রা কাটান এর রাস্তা। স্থানীয় বাসিন্দাদের সূত্র খবর আজকে ভোর থেকে ঝাড়খণ্ড এর পাহাড়ের জল নামাই জলের নিচে চলে গেছে এই গুরুত্বপূর্ণ নিশিন্দ্রাকাটান এর রাস্তা আর এই ভাবে জল বাড়তে থাকলে নিশিন্দ্রা কাটানের রাস্তা সেটাও ভেঙে যাবে জলের তলায়, আর এই কাটান জলের তলায় চলে যাওয়ায় পুরো যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ট্র্যাক।