বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতে পাঁচ দফা দাবীতে ডেপুটেশন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

হরিশ্চন্দ্রপুর:মালদহের চাঁচল-২ব্লকের বিজেপি পরিচালিত গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতে পাঁচ দফা দাবীতে ডেপুটেশন প্রদান করল বুধবার আদিবাসী তৃণমূল কমিটি।এদিন  পঞ্চায়েত অফিসের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শনও করা হয়।
সরকারি প্রকল্পে বঞ্চিত ওই জিপি এলাকার শতাধিক আদিবাসী বধূ ঢাক ঢোল বাজিয়ে বিক্ষোভ করেন এদিন। জেলা আদিবাসী তৃণমূলের  সভাপতি চুনিয়া মুর্মু ও চাঁচল-২ ব্লক আদিবাসী তৃণমূল কমিটির সভাপতি ভাইয়া মুর্মু উপস্থিত ছিলেন।
চুনিয়া মুর্মু  বলেন, বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে   ১০০ দিনের কাজে আর্থিক দূর্নীতি করেছে।বাংলা আবাস যোজনায় কাটমানি নিচ্ছে এবং আবাস যোজনা তালিকা প্রকাশে পঞ্চায়েত প্রধান স্বজনপোষন করছে।সেই সঙ্গে পঞ্চায়েত এলাকার  একাধিক রাস্তা কাচা রয়েছে।  আজ পাঁচ দফা দাবীতে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করেছি।প্রধান পুস্পা ওরাও বলেন,দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।  এলাকায় যেসব রাস্তা কাচা রয়েছে পাকা করা হবে।