২য় টি-২০`তে রোহিত ঝড় দেখলো ক্যারিবিওরা
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:২২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
প্রায় ২৪ বছর পর ভারতের লক্ষ্ণৌতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই ফেরাকে বেশ ভালো করেই স্মরণীয় রাখলো ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানের লক্ষ্য দাড় করালো স্বাগতিক ভারত।
আজকের শতরানের ইনিংসটি খেলতে রোহিত গড়েছেন অসংখ্য রেকর্ড। গেলো ১২ মাসে এটি তার তৃতীয় আন্তর্জাতিক টি-২০ শতক। অধিনায়কের দায়িত্ব পেয়ে করেছেন ২টি। অধিনায়ক হিসেবে টি-২০ এর আঙ্গিনায় যা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এছাড়াও টি-২০ ফরম্যাটে এটি তার ৪র্থ শতক, যা কিনা আন্তর্জাতিক টি-২০'তে ব্যক্তিগত সর্বোচ্চ।
৬১ বলে ১১১ রানের এই ঝলমলে ইনিংসটি খেলতে রোহিত খেলেছেন ৮টি চার ও ৭টি ছয়ের মার। এটিও নাম লিখিয়ে নিয়েছে ইতিহাসের পাতায়। টি-২০ এর এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার আগের রেকর্ডটিও ছিল তার দখলেই। ২০১৭ তে ইন্দোরে শ্রীলংকার বিপক্ষে ১০টি ছয় মেরেছিলেন। আজ ক্যারিবিওদের বিপক্ষে মারলেন ৭টি, যা কিনা এক ইনিংসে ৫ম সর্বোচ্চ।
মূলত উদ্বোধনী জুটিতেই বড় স্কোর করার ভিত্তি পেয়ে গিয়েছিল ভারত। রোহিত আর শিখর ধাওয়ান মিলে উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে যোগ করেন ১৩২ রান। ফ্যাবিয়ান অ্যালানের বলে পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ধাওয়ান করেন ৪৩ রান (৪১ বলে)। ঋষভ প্যান্ট ব্যর্থ হলেও লোকেশ রাহুলকে নিয়ে উইন্ডিজ বোলারদের তুলোধোনা করেন রোহিত শর্মা। ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ক্যারিবিওদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭১ রান। ম্যাচ জিততে শেষ ৮ ওভারের উইন্ডিজদের দরকার আরও ১২৫ রান।
এসএইচএস