বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি বিলের প্রতিবাদে মালদা জেলা জুড়ে আন্দোলনে তৃণমূল যুব কংগ্রেস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

কৃষি বিলের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে আন্দোলনে নামলো তৃণমূল যুব কংগ্রেস। এই মর্মে সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশে কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস। এদিনের অবস্থান-বিক্ষোভে মালদা ইংরেজবাজার সহ মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে যুব কংগ্রেস কর্মীরা হাজির হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা অভিনব কায়দায় চাষের লাঙ্গল সহ চাষের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান কৃষক বিরোধী এই বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এই আন্দোলন।