স্বর্ণ বৈধ করতে মূসক দিতে হবে
কালাম আজাদ
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
আমদানিকৃত স্টক করে রাখা স্বর্ণের ওপর মূসক (মূল্য সংযোজন কর) প্রদান করতে হবে। সেজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের ওই কমিটিতে বাণিজ্য সচিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের (অর্থ মন্ত্রণালয়) একজন করে মোট দুজন এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের একজন করে মোট দুজন প্রতিনিধি।
সূত্র জানায়, স্বর্ণ আমদানিতে প্রতি ভরিতে এক হাজার টাকা ভ্যাট (ভ্যালু অ্যাডেড টেক্স- মূসক) আরোপ করতে চান অর্থমন্ত্রী। কিন্তু বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) তা ৩শ টাকা হারে নির্ধারণের আবেদন জানায়। এ বিষয়সহ স্বর্ণ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েই মূলত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, আগামীতে যারা স্বর্ণ আমদানি করবেন কিংবা ইতোমধ্যে যেসব ব্যবসায়ী ভ্যাট না দিয়েই স্বর্ণ আমদানি করে স্টক করে রেখেছেন; তারা মূসকের আওতায় আসবেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাণিজ্য সচিব সুভাশীষ বসু ও অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার।
উল্লেখ করা যেতে পারে, সবকিছু বিচার-বিশ্লেষণ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অর্থমন্ত্রীর কাছে গঠিত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
জেডএস/এমটিআই