রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

মোঃ ইজাজ আহামেদ

 

সুতির অরঙ্গাবাদের কয়াডাঙ্গার রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, মনে হয় যেন কোন ছোট নদী। রাস্তার জল যাওয়ার ড্রেন না থাকায় জল জমে যায় বলে জানা গিয়েছে। এই কয়াডাঙ্গার রাস্তার ধারে সবজি ও মাছের বাজার অবস্থিত । একটি ব্যাংক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। ফলে এলাকাবাসী দৈনন্দিন জিনিসপত্র কিনতে এসে এবং ব্যাংকে আসার তাগিদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক দিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও এবং এলাকাবাসী অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। এই রাস্তা দিয়ে অরঙ্গাবাদ, সুতি থানা, ছবিঘাটি ও এন এইচ ৩৪-এ যাওয়া যায়। তাই এই রাস্তাটি এলাকাবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শীঘ্রই রাস্তাটি সমস্যা সমাধান করার আর্জি এলাকাবাসীদের।