রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

ডাঃ বি আর আম্বেদকর সমাজ কল্যাণ পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বদরপুরে

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার | আপডেট: ১০:৫৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

দেশের অতিমহামারীর সময় বিভিন্ন বিপদবন্ধুরা দেশ তথা সমাজের জন্য এতদঞ্চলে লড়াই করেছিলেন তাদেরকে কোভিড ওয়ারিয়ার হিসাবে সংবর্ধনা দেওয়া হয় ডঃ বি আর আম্বেদকর পরিষদ নামক এনজিওর তরফ থেকে । এদিন করােনার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বদরপুর বুদ্ধকলােনিস্থিত মহর্ষি বিদ্যামন্দির স্কুলের মাঠে বিকেল পাঁচটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান এর কার্যসূচি আরম্ভ হয় । অনুষ্ঠানের প্রারম্ভে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ডঃ আম্বেদকরের জীবনী নিয়ে আলােচনা হয় এবং আমন্ত্রিত অতিথিদেরকে সংবর্ধিত করা হয়।ডাঃ বি আর আম্বেদকর সমাজ কল্যান পরিষদের আয়ােজিত সভায় কোভিড ওয়ারিয়ার হিসেবে বদরপুরের সাংবাদিক , পুলিশ , অগ্নিনির্বাপক বাহিনী , স্বাস্থ্যকর্মী সহ বিশিষ্টজনদেরকে সংবর্ধনা দেওয়া হয় । উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযােগি , প্রবীন বিজেপি নেতা দীপক দেব ও বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাংবাদিক সেলিম খান,মৃত্যুঞ্জয় দাস, সুব্রত দাস,আবুল সাহিদ,রাজ আদিত্য দাস, দিদারুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ ।