সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতলকুচি কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভ

সাজ্জাদ হোসেন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

 শীতলকুচি,

শীতলকুচি কলেজে সকল বিষয়ে অনার্স বিভাগে আসন বৃদ্ধির দাবিতে শীতলকুচি কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হলো। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট সভাপতি শাহানুর আলম বলেন, এবছর উচ্চমাধ্যমিকে রেজাল্ট ভালো হওয়ায় বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী এই কলেজে ভর্তি হতে আবেদন করেছেন। তাই বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে অনার্স বিভাগে ভর্ত্তির সুযোগ করে দেবার তাগিদে কলেজের প্রত্যেকটা বিষয় আসন বৃদ্ধি করা প্রয়োজন। 
আজ শুক্রবার কলেজ ইউনিট এর পক্ষ থেকে অনার্স বিভাগে আসন বৃদ্ধির দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয়,এরপর কলেজের প্রিন্সিপাল ডক্টর আফজাল হোসেনের কাছে ছাত্রছাত্রীদের হয়ে একটি দাবী সনদও পেশ করা হয়েছে।
 শীতলকুচি কলেজের অধ্যক্ষ ডঃ আফজাল হোসেন মহাশয় জানান, অনার্স বিভাগে আসন বৃদ্ধির বিষয়ে ইউনিভার্সিটির অনুমোদন প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের এই দাবি ইউনিভার্সিটিকে জানানো হবে, ইউনিভার্সিটির অনুমোদন পেলে তবেই অনার্স বিভাগে আসন বৃদ্ধি করা সম্ভব হবে বলে তিনি ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছেন।