শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

মালদায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

মালদা:

মালদা হবিবপুর থানার কেন্দপুকুরের ধানহাটি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।এলাকাবাসী অনুমান গতকাল বৃহস্পতিবার রাত্রে কেউ বা কারা ঐ অজ্ঞাত পরিচয়ে ব্যাক্তির মৃতদেহ অন্যত্র জায়গায় মেরে কেন্দপুকুরের ধানহাটি এলাকার একটি দোকান ঘরের সামনে ঝুলিয়ে রাখে। এলাকাবাসীর অভিযোগ গতকাল গভীর রাতে কেউবা কারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঐ ধানহাটি এলাকায় প্রতিমার কাঠামোর উপর রেখে ঝুলিয়ে রাখে। সকালে প্রাতঃভ্রমণ কারীরা ওই মৃতদেহটি দেখতে পান। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্পুকুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা হবিপুর থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ময়নাতদন্ত পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হবিবপুর থানার পুলিশ।