সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা বদরপুরের এস টি সি কমপ্লেক্সের

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

 

 

 

রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা বদরপুরের এস টি সি কমপ্লেক্সের , শৌচালয় ঘন জঙ্গলে ঘেরা বিভাগীয় কর্তৃপক্ষ কুম্ভ নিদ্রায়, দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের । যাত্রীরা অভিযোগ করে বলেন এ এস টি সি কমপ্লেক্স জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, ময়লা আবর্জনা।তাছাড়া ছড়িয়ে থাকা মান্ধাতা আমলের যন্ত্রাংশ, অব্যবহৃত সামগ্রী সহ অবাধে গজিয়ে উঠা অতিরিক্ত লতাপাতায় রীতিমত ঘন জঙ্গলের ঘেরাটোপে আবৃত বাজার ।  জমাকৃত পলিথিন সহ প্লাস্টিক জাতীয় বর্জপদাথের দুর্গন্ধে বদরপুরের ব্যস্ততম এলাকার পরিবেশ তিলে তিলে বিষিয়ে উঠছে। জমাট আবর্জনার স্তুপ ও লতাপাতার ঘেরাটোপে এটা এ এস টি সি কমপ্লেক্স  না আবর্জনা জমা করার ডাষ্টবিন,তা বুঝা মুশকিল ।এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের অধিসূচনা অনুযায়ী ‘স্বচ্ছতাই সেবা’ কতটুকু কার্য্যকরী? এ নিয়ে অবশ্যই তর্ক রয়েছে স্থানীয় জনগণের ।স্বচ্ছতা অভিযান বা কার্যসূচী যে নাম কা ওয়াস্তে। তা আর বলার অপেক্ষা রাখে না। কার্যত এটার কোন সুফল মিলছে না ।এদিকে দীর্ঘদিন থেকে বদরপুর এএসটিসি কমপ্লেক্স  ক্যাম্পাসের যেখানে-সেখানে স্তূপাকৃত ময়লা আবর্জনা সহ পরিত্যক্ত পরিবেশ দূষণকারী বর্জপদার্থে ব্যস্ততম বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্রেতা,বিক্রেতা সহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ অসুখবিসুখের।  তিনি আরও অভিযোগ করে বলেন  বদরপুর বাজার ট্রাফিক  চৌমাথা এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা। যানজটের কবলে পড়ে শিক্ষার্থী, অফিস স্কুল/ কলেজগামী এবং যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই ট্রাফিক পয়েন্ট মাঝে-মধ্যে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলে না। এতে ওই পয়েন্টের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে মাত্রাতিরিক্ত যানজটের কারণে বদরপুর পৌরবাসীকে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।পয়েন্টের যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা যেন নিত্যদিনের সঙ্গী।বদরপুরে প্রতিদিন ট্রাফিক জ্যাম লেগে থাকে তাই এই এএসটিসির জায়গায় পার্কিং এর ব্যবস্থা  করে বদরপুরের ট্রাফিক যানজটের সমস্যা সমাধান করার দাবি জানান ।