সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডজনের অধিক সুইমিংপুল স্টেশনরোডে নিরব নেতামন্ত্রী বিভাগীয় কতৃপক্ষ

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রোববার

দীর্ঘ কয়েকবছর ধরে ভাঙ্গা স্টেশন রোডের অবস্থা বেহাল।সড়কের মধ্যাংশে ডজনের অধিক পুকুরসম গর্তে পরিনত, লোকেমুখে শুনাযায় এগুলো সুইমিংপুল হিসেবে। দীর্ঘদিন থেকে বৃহত্তর দাবি সহ মেমোরেন্ডাম দিয়ে আসলেও স্থানীয় যুবাদের কথা কেউ শুনেনি কতৃপক্ষ সহ নেতা-মন্ত্রীরা। এরাস্তা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন লেখা হলেও বিভাগীয় কর্তৃপক্ষ অনড়।গত ২১ জুলাই স্থানীয় যুবকরা বিভাগীয় কর্তৃপক্ষ সহ জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসককে এক মেমোরেন্ডাম দেওয়া হলে তিন -চারদিনের মধ্যে কাজ শুরু করবেন বলে আশ্বাস দিলেও দুমাস হতে যাচ্ছে কিছুই হয়নি। মাঝ রাস্তায় পুকুরসম গর্তে যাতায়াত পুরোপুরি ঝুঁকিপূর্ণ,রাস্তার অবস্থা দেখলে মনে হয় এলাকায় কোনো জনপ্রতিনিধিই নেই। বরং নির্বাচন আসলেই দেখা যায় জনপ্রতিনিধিদের আবির্ভাব আর প্রতিশ্রুতির ফুলঝুরি। এলাকার জনপ্রতিনিধি সহ সাংসদের প্রতিশ্রুতি তো দূরের কথা দেখাই যায় না। ভাঙ্গা ওয়াচ পোস্ট সহ স্টেট ব্যাংক ও এইচ এস স্কুলের সম্মুখে বিশাল গর্ত হয়েছে, যেকোনো সময় যে কেউ দূর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা। এরাস্তার দুরবস্থা নিয়ে স্থানীয় যুবকরা বলেন যদি বিভাগীয় কর্তৃপক্ষ অতিসত্বর পুনঃসংস্কার না করেন তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।