মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘চার মন্ত্রীর পদত্যাগের প্রজ্ঞাপন প্রকাশে বিলম্ব হবে না’

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে নির্দেশনা পেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশে বিলম্ব হবে না জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মোহাম্মদ শফিউল আলম আরও বলেন, ‘আমি মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা যে কোনো নির্দেশনা পালনে প্রস্তুত আছি। নির্দেশনা পেলে এক ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নির্দেশনা পেলে মহামান্য রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠিয়ে রাষ্ট্রপতির অনুমতির পর আমরা প্রজ্ঞাপন জারি করবো।

এর আগে মন্ত্রিপরিষদে টেকনোক্রাট কোটায় নিয়োগ পাওয়া চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে গণভবনে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্সের সঙ্গে সংলাপে বসার আগ মুহূর্তে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পদত্যাগের নির্দেশনা পাওয়া চার মন্ত্রী হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিএস/এমএম/আরআই/এমটিআই