শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূম জেলার লোকপুর থানার পুলিশ প্রশাসন কে সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবছর ই প্রথম ১লা সেপ্টেম্বর কে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন। আনুষ্ঠানিক ভাবে প্রতি থানায় দিনটা উদযাপন করার কথা কিন্তু বীরভূমের ভূমিপুত্র তথা প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়ানে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের জন্য এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় পুলিশ দিবস পালন করার জন্য।রাজ্যের অন্যান্য থানার পাশাপাশি বীরভূম জেলার লোকপুর থানার উদ্যোগে থানার নতুন ভবন চত্বরে পালিত হয় পুলিশ দিবস। জেলার বিভিন্ন স্থানে সরকারের পাশাপাশি  বেসরকারি সংগঠন সহ রাজনৈতিক দলের পক্ষ থেকে ও পুলিশ প্রশাসন কে করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।আজ ৯ সেপ্টেম্বর বীরভূম জেলার লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে লোকপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ, সিভিক ভলিন্টিয়ারদের ও পুষ্পস্তবক এবং মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করেন। এদিন উপস্থিত ছিলেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক দেবদাস নন্দী ও পিয়ার মোল্লা এবং খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সেখ জুলফিকার আলী সহ অন্যান্য দলীয় কর্মী বৃন্দ। উদ্যোক্তারা জানান পুলিশ প্রশাসন করোনা যুদ্ধে যে ভাবে নিজেদের পরিবার পরিজন ছেড়ে জীবনের ঝুকি নিয়ে এলাকায় কাজ করেছেন তা এককথায় অসাধারণ, তাদের সেই কাজকে কুর্নিশ জানাতেই আমাদের ক্ষুদ্র প্রয়াস।