মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমাবেশ ঘিরে জনদুভোর্গ

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে রাজধানী জুড়ে ছিল তিব্র যানজট। লোকজন পায়ে হেঁটে ভ্যানে চড়েও গন্তব্যে পৌছান। আবার কিছু কিছু এলাকায় পুলিশের সাথে বাগ- বিতণ্ডায় ও জড়িয়ে পড়তে দেখা যায়। তবে পুলিশের আগাম ঘোষণা না থাকায় এ ধরনের ভোগান্তিতে পরতে হয় বলে অনেকেই অভিযোগ করেন।

দুপুরে জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে। বেলা বাড়ার সংগে সংগে বিএনপি ও  ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। দুপুর ২টার দিকে সোহরাওর্য়াদী উদ্যানের আশপাশ এলাকায় নেতা-কর্মীদেও পদচারণা বাড়তে থাকে। 

মূলত তখন থেকেই শুরু হয় বিভিন্ন সড়কে যানজট। বিকাল ৪টার দিকে শাহবাগ, মৎস্য ভবন, হাইর্কোট, পল্টন এলাকায় তীব্র যানজটরে সৃষ্টি হয়। এতে চরম র্দুভোগে পড়ে নগরবাসী।

সমাবশেস্থল কেন্দ্রীক যানজট ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একপর্যায়ে শাহবাগ থেকে মৎস্য ভবন, বাংলামোটর থেকে শাহবাগ, ভিআইপি রোড থেকে মৎস্য ভবন, পল্টন- প্রেসক্লাব থেকে হাইর্কোট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী থেকে বিআরটিসি বাসে করে গুলিস্তান যেতে সময় লেগেছে তিন ঘন্টা- এমন অভিযোগও শোনা যায়  বিআরটিসির যাত্রীদের কাছ থেকে।

এ ছাড়া মহাখালী, কাকরাইল, পল্টন, বাংলামটর এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার কথা জানিয়েছেন মতিঝিলগামী অনেকেই। তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে আগাম তথ্য দিলে এই দীর্ঘ সময় যানজটে প বসে থাকতে হতো না।

জেডএস/এমটিআই