শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস পালন বীরভূমের লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

 

করোনা আবহে স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র বন্ধ। সাথে সাথেই স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের বহু অনুষ্ঠান কর্মসূচি ও বন্ধ হয়ে পড়েছে। তার ই মধ্যে মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায়,স্যানিটাইজার ব্যবহার সহ করোনার সতর্কতা অবলম্বন করে পালিত হয় শিক্ষক দিবস বীরভূম জেলার লোকপুরে।আজ ৫ ই সেপ্টেম্বর সারা দেশে পালিত হয় আসছে শিক্ষক দিবস ১৯৬২ সাল থেকে । লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আজ শিক্ষক দিবস পালিত হয় স্থানীয় হাটতলা নাট্যমন্দির প্রাঙ্গণে।সভার শুরুতে ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণন এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়, সেই সঙ্গে বর্তমান শিক্ষকদের কে সম্মাননা প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি অরিন্দম বোস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, বিশিষ্ট সমাজসেবী অরুণ চক্রবর্তী, শিক্ষক সেখ জুলফিকার আলী, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রদীপ মন্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার সাহা। বক্তব্যে মাধ্যমে বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক মিডডে মিল,ড্রেস, জুতা, শিক্ষকদের পেনসেন সহ বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন এবং ধর্মীয় রাজনীতি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য তৃনমূল কংগ্রেসের লোকপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক রূপে দায়িত্ব প্রাপ্ত দেবদাস নন্দী এবং পিয়ার মোল্লার প্রচেষ্টায় এরকম অনুষ্ঠান সংগঠিত করার জন্য উপস্থিত তৃনমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এবং শিক্ষক মন্ডলী তাদের ভূয়সি প্রসংসা করেন। আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের সহ অবজারভার অরুণ চক্রবর্তী।