মুর্শিদাবাদে পাচারের আগেই দুশো কেজি ইলিশ উদ্ধার করল বিএসএফ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
বিএসএফের ১৪১ নাম্বার ব্যাটেলিয়ান মুর্শিদাবাদের সিমান্ত ফরাজি পারা এলাকা থেকে মোট ১৯০ কিলোগ্রাম ইলিশ মাছ উদ্ধার করে। বাংলাদেশ থেকে পদ্মা নদী হয়ে ভারতে পাচার হবার আগেই সীমানা চৌকির টহরত ১৪১ নাম্বার ব্যাটেলিয়ানের জাওয়ানরা এই গুলিকে উদ্ধার করে। যদিও বিএসেফকে দেখে পালিয়ে যায় পাচারকারীরা। যেহেতু ভারতে ইলিশ মাছের দাম অনেক বেশি সেই কারনেই পদ্মা নদী হয়ে ভারতে পাচার করা হচ্ছে এই মাছে।