সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চিরতরে বন্ধ হওয়ার দিকে আসামের দুটি কাছাড় ও নগাঁও কাগজ কল

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৯ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

১৪ সেপ্টেম্বর ল  ট্রাইব্যুনালে সিদ্ধান্ত। আপনারা ঠিকই শুনেছেন দুই কাগজ কলের ভবিষ্যৎ নির্ধারণ হবে কিছুদিনের মধ্যে এ নিয়ে ১৪ সেপ্টেম্বর আদালতে আছে শুনানি  যদি এই দিন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে চিরতরে বন্ধ হয়ে যাবে এই দুই শিল্প প্রতিষ্ঠান এই আশঙ্কা ব্যক্ত করলেন কল দুইটার জয়েন্ট একশন কমিটি ফর রিঅরগানাইজ ইউনিয়নে। কোথায় গেল ৪১৪১ কোটি টাকা ? কল দুটাকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার খরচ করেছিল এই টাকা কিন্তু কোথায় গেল এই টাকা প্রশ্ন ইউনিয়নের। দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই দুই উদ্যোগ। দুইটি উদ্যোগকে বাঁচাতে বিভিন্ন দল সংগঠন দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছে। কল দুটাকে যেকোনো মূল্যে বাঁচাবে এই প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল বিজেপি সরকারে। কল দুটার কর্মচারীদের আন্দোলনকে একটু গুরুত্ব দেয়নি সরকার তা ইতিবাচক কোনো পদক্ষেপ দেখা যায়নি। পরে কল দুটার প্রসঙ্গ পেয়েছিল নেশনাল কম্পানি ল ট্রাইব্যুনালে। এরই কারণে ল ট্রাইব্যুনালে  সরকারকে কড়া নির্দেশ  দে আপনারা কল কে চালু করবেন না বন্ধ করবেন তা স্পষ্ট করতে। বিগত দিনে সরকারের উদাসীনতা স্পষ্ট করে কল দুটার অন্ধকারের দিন।