জলদাপাড়া ন্যাশনাল পার্ক পর্যটন শিল্পের পূনরজ্জ্বীবন কর্মসূচি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
আলিপুরদুয়ার : জলদাপাড়া ন্যাশনাল পার্কের জলদাপাড়া ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কমিটির " পক্ষথেকে জলদাপাড়ার পর্যটন শিল্পের সাথে জড়িত সকল ব্যক্তি একত্রিত হয়ে , সারা রাজ্য ব্যাপী পর্যটন শিল্পের পূনরজ্জ্বীবন কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২.০০ টা থেকে ১২.৩০ মিঃ পর্যন্ত জলদাপাড়া ন্যাশনাল পার্ক এর মূল গেট এর সামনে প্রতিকি জমায়েত ও পোষ্টার প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের প্রতি বার্তা দেয়, যেন ভ্রমন পিপাসুরা নির্দিধায় ভ্রমণ শুরু করতে পারেন।। তারা জানায় পর্যটন ব্যবসায়ীরা সাস্থ্য বিষয়ক সমস্ত সরকারী প্রোটোকল মেনে পরিষেবা প্রদান করতে প্রস্তুত। তৎসহ রাজ্য ও কেন্দ্রীয় সরকার পক্ষকে পর্যটন শিল্প পুনরজ্জ্বীবন এর উদ্দেশ্যে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হলো।।। পর্যটন ব্যবসায়ী সঞ্জয় দাস বলেন বিগত প্রায় ছয়মাস যাবৎ ধরে আমরা পর্যটন ব্যবসায়ীরা সমস্যায় আছি ।