সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিতে লক্ষ লক্ষ ডিসলাইক

দিদারুল ইসলাম, আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিতে লক্ষ লক্ষ ডিসলাইক চরম অনাকাঙ্ক্ষিত রেকর্ড মন কি বাত অনুষ্ঠান । বিব্রত প্রধানমন্ত্রীর কার্যালয়, বিব্রত বিজেপি,। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক অনুষ্ঠান মন কি বাত এ গরল এক রেকর্ড যা নিয়ে চিন্তায় পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিজেপির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রীর মন কি বাত সেই ভিডিওতে লাইক এর বিপরীতে পড়ল  লক্ষ লক্ষ ডিসলাইক কমেন্টেও অনেক বিরূপ মন্তব্য স্বাভাবিকভাবে নিরুপায় হয়ে পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নিরুপায় হয়ে পড়েছে বিজেপি ।
বিজেপির ইউটিউব চ্যানেলে আছে ৩০ লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল এই মাসের প্রধানমন্ত্রীর মন কি বাত প্রত্যেক বারের মতো এবারেও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। দেশের আত্মনির্ভরতার জন্য অনেক কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। দেশি কুকুর থেকে আরম্ভ করে বাচ্চাদের পুতুল আরো অনেক কথা বললেন মোদি। কৃষির অন্তর গঠনি শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়ে। এমন নানান কথা বললেও প্রধানমন্ত্রী এড়িয়ে গেলেন  neet এবং jee প্রসঙ্গ । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভিডিও অন্য চ্যানেলগুলোতেও আপলোড করা হয়েছে তাতেও লাইক এর তুলনায় ডিজলাইকের সংখ্যা বেশি । বিজেপির চ্যানেলে ৬ লক্ষ ডিসলাইক পিএম ইন্ডিয়া হোক মোদির নিজের ভেরিফাইড একাউন্ট এ লাইক এর তুলনায় ডিজলাইকের সংখ্যা বেশি। ধারণা করা হয়েছে neet এবং jee নিয়ে পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে লাইক এর তুলনায় ডিসলাইক বৃষ্টি বেশি। ছাত্রদের বড় অংশ করোনা ভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর দাবি করে তুলেছে কিন্তু কেন্দ্রীয় পরীক্ষা করা নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটার বহি প্রকাশ ঘটলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান।
প্রথমবারের মতো ভার্চুয়াল জগতে অনাকাঙ্ক্ষিত   রেকর্ডের মালিক হলেন তিনি। এর আগে মহেশ ভাটের সড়ক টু প্রমতে  লাখে লাখে ডিজলাইক করে  সুশান্ত সিংয়ের এর মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে যুব প্রজন্ম। এবার ডিজলাইক অংশ ২ য় তে পরিনিত হয়েছে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান।