শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অরঙ্গাবাদে সাহিত্য পত্রিকা ও একক বই উদ্বোধন, সাহিত্য আলোচনা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

করোনার  অতিমারীর আক্রমণে আমরা সকলে জর্জরিত, সন্ত্রস্ত । তবু সৃষ্টি কখনও থেমে থাকে না, নিজ গতিতে চলতে থাকে। সেইমতো আজ বৈকাল ৪ টা  থেকে সন্ধ্যা 6 পর্যন্ত অরঙ্গাবাদ অ্যানজেলস অ্যাকাডেমির পাশে আঞ্জুমান মফিদুল ইসলাম কমিউনিটি হলে  স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা ও কবি মোঃ ইজাজ আহামেদের একক বই 'স্বপ্ন তরী' করোনা প্রতিরোধক সবরকম বিধিনিষেধ মান্যতা করে  আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও মুর্শিদাবাদ জেলার  প্রাক্তন সভাধিপতি নিজামুদ্দিন আহমেদ, মুর্শিদাবাদ জেলা খাদ্য সরবরাহ ও কর্মধক্ষ‍্য মইদুল ইসলাম, শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক জুলফিকার আলি, শিক্ষাবিদ গুলজার হোসেন, সাহিত্যিক ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিদ্দিকী,  প্রধান শিক্ষক শহিদুল আলম, অধ্যাপক আসলিম সেখ, অধ্যাপক সামিম হায়দার, গবেষক ড. মোশারফ হোসেন, গবেষক জুয়েল হক, গবেষক তোরাব আলি, বি এম এইচ ডাক্তার তারিফ হোসেন, কবি সোমনাথ সরকার, কবি, লেখক, চিত্র পরিচালক দাউদ হোসেন, কবি ও সাংবাদিক সারোয়ার হোসেন, কবি খুসবু আহমেদ, কবি উমর ফারুক, কবি মোঃ ইসমাইল, কবি রুবিনা আকতার, কবি গোলাম কাদের, কবি ষড়ানন মন্ডল,  পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ,সহ সম্পাদক কবি ইনজামামুল হক, কবি মোঃ তোহা সেখ, সঞ্চালক কবি গোলাম কাদের, কোষাধ্যক্ষ গোলাম নবী আজাদ,  পত্রিকার সদস্য উমর সেখ, ইফতিকার হোসেন,জিয়াউল হক, আব্দুল কাদির এবং অন্যান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষাবিদ নিজামুদ্দিন আহমেদ।