শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘লিডার’ হয়ে রাজনীতিতে মৌসুমী

বিনোদন প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশব্যাপী বইছে আলোচনা-সমালোচনার ঝড়। চারদিকেই প্রার্থী হওয়ার হিড়িক। সেই দলে আছে রাজনৈতিক, ব্যবসায়িক এবং শোবিজ ব্যক্তিত্বরাও। আছেন চিত্রনায়িকা মৌসুমীও। তিনি এরইমধ্যে সভা, সমাবেশ এবং জনগণের ‍উদ্দেশে নিজের বক্তব্য রেখেছেন। যে কোনো মূল্যে তিনি নির্বাচনে জয়ী হয়ে জনগণের লিডার হতে চান। হাত তুলে ভোট প্রার্থণা করেছেন জনগণের কাছে।
চিত্রনায়িকা মৌসুমী জাতীয়ভাবে নির্বাচন করবেন। জনগণের লিডার তিনি হবেনই। তবে বাস্তবে নয়, সিনেমার গল্পে। তার এমন চরিত্রের কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘লিডার’ চলচ্চিত্রটি। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি চিত্রায়নের কাজ শুরু হয় এ সিনেমাটির। যথাযথ নির্মাণের পর অবশেষে মুক্তির মিছিলে আসছে চলচ্চিত্রটি।
সমকালীন রাজনৈতিক গল্প নির্ভর চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা দিলশাদুল হক শিমুল দৈনিক জাগরণকে বলেন, ‘আমাদের দেশের জনগণ রাজনৈতিক সচেতন। চা দোকান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক বিষয় নিয়ে কথা বলেন। টেলিভিশনের সব অনুষ্ঠান দর্শক আনুকূল্য না পেলেও রাজনৈতিক টকশো রাত জেগে দেখে দর্শক। আমাদের চলচ্চিত্রে যতবার রাজনীতি এসেছে ততবার দর্শক সাড়া দিয়েছে। আশা করছি,  লিডার দর্শক আগ্রহভরে গ্রহণ করবেন।’
আগামী ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী ফেরদৌস অভিনীত রাজনৈতিক চলচ্চিত্রটি। আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, মতিন রহমান প্রমুখ।

এসজে/এফসি