শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউনের আজ দ্বিতীয় দিনে জনশূন্য বদরপুর

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

চারিদিকে গরম ! বাসে ট্রেনে প্যাচপ্যাচে মানুষের ভিড় ! পা রাখার জায়গা নেই ! সারাদিন অফিস ! ক্লান্তি ! তার ওপর রাস্তায় জ্যাম ! এক চুলও নড়ছে না গাড়ি !  এই ছবি এখন অতীত। বদরপুর এখন এই ভাষায় আর কথা বলে না ! চুপ করে দাঁড়িয়ে রয়েছে সে। কোথাও নেই স্কুলে যাওয়ার তাড়া ! কোথাও নেই দোকানের ভিড় !  সব কেমন ফাঁকা ! বদরপুরের বুকে কান পাতলে শোনা যাচ্ছে হাহাকার ! নীরব কান্না ! এদিকে গণসংক্রমণের সম্ভাবনাকে সামনে রেখে করিমগঞ্জ জেলা প্রশাসন লকডাউনের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনে বদরপুরের রাজপথ ফাঁকা। বিক্ষিপ্তভাবে কিছু লোকজন রাস্তায়  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বের হলেও সার্বিকভাবে সকাল থেকে পথঘাট ফাঁকাই রয়েছে। দোকান,বাজার কিছু খোলেনি। যানবাহন চলাচল বন্ধ। অপ্রয়োজনে কাউকে রাস্তায় দেখলে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। বুধবার লকডাউনের বিধি জানাতে বদরপুরে প্রায় সর্বত্র জেলা প্রশাসন মাইকিং করেছে। ফলে শুক্রবার রাস্তায় আগের লকডাউনের মতো ঢিলেঢালা মেজাজে রাস্তায় নামেনি।  লকডাউনের আওতায় রয়েছে মোদির দোকান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান । তবে খোলা থাকছে পেট্রল পাম্প সরকারি অফিস, ওষুধের দোকান ।
বদরপুর চৌমাথার মোড়ে এখন আর নেই গাড়ির কোলাহল। মন্দিরে মসজিদে নেই ভক্তদের ঢল।অথচ চার মাস আগেও এই বদরপুর ছিল নিজের গতিতে ! সুদূর চিন থেকে কিভাবে যে উড়ে এল এই মারণ ভাইরাস করোনা ! তার নেই কোনও উত্তর ! আছে শুধু নিস্তব্ধতা ! মহামারী এ শহর আগেও দেখেছে। তবে এতটা নিস্তব্ধ সে কখনও হয়নি। মানুষকে রক্ষা করতেই আজ তাদের গৃহবন্দি করতে হয়েছে। মানুষ ছাড়া যে এ শহরের কোনও  অস্তিত্ব নেই ! আর তাই মানুষকে বাঁচাতেই আজ শহরকে একা হতে হয়েছে।  
করিমগঞ্জ জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। তাই করিমগঞ্জ, বদরপুর, ভাঙ্গা এবারের লকডাউন কার্যকর করতে থানাগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শহরের বিভিন্ন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। বদরপুরের বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। অকারণে কেউ রাস্তায় বের হলে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে।