শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি মাথায় রাস্তায় নেমে ধরপাকড় বীরভূমের লোকপুর থানার পুলিশের

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১২ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

আজ ২৭ শে আগস্ট লকডাউন উপলক্ষ্যে বীরভূম জেলার লোকপুর থানার পুলিশ সকাল থেকে বৃষ্টি মাথায় রাস্তায় নেমে পড়ে লকডাউন সফলতার জন্য। এদিন সরজমিনে উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ারটার কাশিনাথ মিস্ত্রি, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক,লোকপু্র থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া,এ এস আই আব্দুল্লাহীল সফি সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে এলাকার বিভিন্ন প্রান্তে চলে বিশেষ অভিযান। দুপুর পর্যন্ত সাইকেল মোটরসাইকেল সহ পঁচিশ জন কে আটক করা হয় লোকপুর থানার পক্ষ থেকে।লকডাউন ভেঙ্গে বাড়ির বাইরে বেরোনো ব্যাক্তিরা উপযুক্ত কারণ দেখাতে না পারায় পুলিশ তাদের আটক করে। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা অন্যদিকে পুলিশের অতিসক্রিয়তায় এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দোকান বাজার ছিল সম্পূর্ণ বন্ধ ,তাস্বত্তে ও পুলিশি টহল ছিল অব্যাহত।