মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার : প্রধানমন্ত্রী

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

তফসিল ঘোষণার পর সুযোগ-সুবিধা নয় মন্ত্রীদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় মন্ত্রিসভার সদস্যদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে  সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে উল্লেখ রয়েছে। 

আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তফসিল ঘোষণার পর মন্ত্রীদের সরকারি সুযোগ-সুবিধা না নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রী বলেন, এ সরকারই নির্বাচনকালীন সরকার। নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে উল্লেখ রয়েছে। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তবে তফসিল ঘোষণার পর এ সরকারের কার্যপরিধি কমে যাবে।

তিনি আরও বলেন, গত নির্বাচনের আগে ছোট আকারে নির্বাচনকালীন সরকার করার কথা ভাবা হয়েছিল। কারণ তখন সংসদে বিএনপি ছিল। তাদের নির্বাচনকালীন সরকারে আনার জন্য সে চিন্তা করা হয়েছিল।

তিনি বলেন, এবার তো সংসদে বিএনপি নেই। নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কাউকে রাখা যাবে না। তাই এ সরকারকে আর ছোট করার কোনো দরকার নেই।

প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। সরকারি গাড়ি ব্যবহারসহ কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা নেবেন না।

এমএম/এমটিআই