সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ স্পষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু অধ্যাপিকা বাবলী পালের

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

 বিদ্যুৎ স্পষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু সোনাই বিধানসভা সমষ্টির নরসিপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শিলচর গুরু চরন কলেজের অধ্যাপক বিদ্যুৎ কুমার দেবের সহধর্মিনি বদরপুর নবীন চন্দ্র কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপিকা  বাবলী পাল, উনার ঘরে বৈদ্যুতিক কাজ করতে আসা নগদীরগ্রাম তৃতীয় খন্ডের এক মিস্ত্রি, বাবলী পালের মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে আশে বদরপুর নবীন চন্দ্র কলেজ সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে, 
মৃত্যু কালেরেখে গেছেন  সহ অসংখ্য গুনমুগ্ধ। 
সাধারণ মানুষের প্রিয়ভাজন তথা খুবই কাছের লোক ছিলেন তিনি।উনার মৃত্যু সমাজের এক অপুরণীয় ক্ষতি হলো।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামায়াতের মূখ্য উপদেষ্টা হজরত আল্লামা সারিমুল হক্ক,সভাপতি মৌলানা আব্দুল জলিল নিজামী,সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর নূর সহ সভাপতি মওলানা মস্তাক আহমেদ,উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত হজরত মৌলানা ইউসুফ আলী,উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা নাজির হুসেন ও সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম বিধায়ক আজিজ আহমেদ খান প্রমুখ বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন, বদরপুর নবীন চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ মুর্তজা হুসেন, বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন সভাপতি মাতাবুর রহমান প্রমুখ ।