৫ দিন ধরে খুজেও পাওয়া গেলনা তিস্তায় তলিয়ে যাওয়া যুবককে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২১ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার
তিস্তা নদীতে তলিয়ে যাওয়া যুবক মানিক রায়ের এখনো কোন হদিস পাওয়া যায় নি। এই নিয়ে নিখোজ যুবকের পরিবার এবং এলাকার মানুষ চিন্তিত।
মাল ব্লকের পুরাতন চেংমাড়ি বাসিন্দা মানিক রায় আজ থেকে ৫দিন আগে তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। কাঠ সংগ্রহ করার সময় তিস্তা নদীতে ডুবে যায়। গত বুধবার দুপুর ২ টা নাগাদ নদীতে ভেসে যায়। আজ নিয়ে ৫ দিন পার হলো এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি যুবকের। উদ্ধারকারি দল এবং স্থানিয় মানুষজন গত বুধবার দিন থেকে স্পীড বোড এবং নৌকা নিয়ে নদীতে বহু তল্লাসির পরো কোন হদিস পাওয়া যায় নি যুবকের।
চেংমাড়ী গ্রাম পঞ্চায়েত প্রাধান অনুকুল বিশ্বাস প্রতিদিন এসে খোজখবর করছেন। সবার দাবি ডুবরী নামিয়ে তল্লাশি করলেই খুজে পাওয়া যাবে মানিক রায় কে। কিন্তু এখনো পর্যন্ত ডুবরি নামানো সম্ভব হয় নি। তাই এবার এলাকার মানুষ মালবাজার বিধায়ক বুলুচিক বড়াইকের সহযোগিতা চাইছেন।
প্রতিদিন স্থানিয় মানুষ নৌকা দিয়ে তল্লাশি চলাচ্ছে নদীর বুকে কিন্তু এখনো কোন খোজ পাওয়া যায় নি। চিন্তায় যুবকের স্ত্রীসহ পরিবার।