শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি পেলেন শাহনাওয়াজ স

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গ্ৰাম-বরাকের শাহনওয়াজ সানু। ড. মোঃ ফিরদৌস আহমেদের অধিনে গবেষনা করেছেন শাহনওয়াজ। তাঁর  পিএইচডি-র বিষয় ছিল “Role of Micro, Small and Medium Enterprises in Inclusive Growth in Assam: A Case Study of Cachar District.”
আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি জুরবাড়ি গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ শাহনওয়াজ সানুর এই সফলতায় গ্রাম বরাকে আনন্দের জোয়ার বইছে। অনেকেই শাহনওয়াজকে অভিনন্দন জানিয়েছেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রাক্তন কেবিনেট সদস্য ফিরদৌস আহমদ বড়ভূইয়া তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ড. শাহনওয়াজের এই সফলতা দেখে বরাকের ছাত্ররা ভবিষ্যতে বরাক উপত্যকা সম্পর্কিত বিষয়ের ওপর গবেষণায় অনুপ্রাণিত হবেন।উল্লেখ্য, শাহনওয়াজ সানু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ২০১৩ সালে অর্থনীতি (অনার্স) নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ২০১৫ সালে এমএ অর্থনীতি নিয়ে প্রথম বিভাগে সফলতা অর্জন করেন। এছাড়াও ইউজিসি নেট এবং জেআরএফ সফল শাহনওয়াজ। ২১ আগস্ট শুক্রবার এএমইউ কর্তৃপক্ষ শাহনওয়াজ সানুকে পিএইচডি এওয়ার্ড (PhD award) তুলে দিল।