ওরা কথা কইতে জানে না - তবে নির্বোধ নয়। অনুভূতিটা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২০ রোববার
ওরা কথা কইতে জানে না - তবে নির্বোধ নয়।
অনুভূতিটা অনেকটা তাদের অনেকটা মানুষের কাছাকাছি। পথ চেয়ে ওরা বসে কোন এক মানবিক মুখের আশায়৷ যাতে তারা পাই মুটো আহার৷
ওরা হনুমান আবাসস্থল ওদের শক্তিপুর এলাকায়। পথঘাট নিস্তব্ধ মাঝে মাঝে একটি গাড়ির শব্দ ভেসে আসে সেটি পুলিশ প্রশাসনের যারা নিরবে কাজ করে চলেছেন করণা পরিস্থিতিতে। হনুমান গুলো যেন পথ চেয়ে বসে ছিল তাদেরই প্রতীক্ষায়।এই দৃশ্য নজর এড়ায়নি শক্তিপুর থানার ওসি মাননীয় দীপক হালদার এর। তিনি এই ক্ষুধার্ত হনুমানদের নিজের হাতে খাওয়ালেন।
ওদেরতো প্রাণ আছে, ওদেরও চাই খাদ্য। সারা বিশ্বজুড়ে যখন এক অদ্ভুত সংকট সেই সংকটের দাঁড়িয়ে পাশে থাকা টাই যেন চেলেঞ্জ। তবে লকডাউনে মানুষের পাশে থেকে বুঝিয়ে দিয়েছিলেন মানুষের পাশে থাকা কাকে বল, উনি শক্তিপুর থানার ওসি দীপক হালদার।
নামটা হয়তো শক্তিপুর এলাকায় সবার জানেন। যার মাথার উপর শক্তিপুর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ভার, যার সুদক্ষতায় এলাকার মানুষ প্রায় নিশ্চিন্তে দিন কাটান।
সেই তিনি যে প্রাণীদের সাহায্যে এগিয়ে আসবেন সেটা আর বলার হয় অপেক্ষা রাখেনা।
হনুমানগুলোকে দেখে তৎক্ষণাৎ এগিয়ে যান তাদের কাছে এবং নিজের হাতে বিস্কুট খাওয়ালেন তিনি। এই দৃশ্য দেখে অনেকেরই আনন্দে চোখে জল চলে আসে।
এই কঠিন সময়ে দাঁড়িয়ে ও তার এই প্রাণী প্রেম এক অনন্য নজির সৃষ্টি করে জেলা জুড়ে।