সুজাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনা সামনে আসতেই চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মালদা কালিয়াচক খানার সুজাপুর এলাকায় অবস্থিত ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা। এই শাখার পাশেই রয়েছে ব্যাংকের এটিএম। দুষ্কৃতীরা এই এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে সমগ্র টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার অলক রাজুরিয়া অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ কালিয়াচক থানার আইসি আশিস দাস সহ বিশাল পুলিশবাহিনী। ব্যাংক প্রতিপক্ষেকে সাথে নিয়ে খতিয়ে দেখে পুলিশ প্রশাসন। মালদা জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানান পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়ে এটিএম থেকে টাকা লুট করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।