সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি বাঁচাতে স্বেচ্ছাশ্রমে কাজ করলেন কৃষকরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ইনডং নদীর লাগাতার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি।ভাঙ্গন রোধে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বাধ্যহয়ে এলাকার জনগণ স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষিজমি বাঁচানোর জন্য বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছে।ঘটনাটি মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের খড়পাড়া এলাকার।জানা যায়,গত কয়েকবছর ধরে ইনডং নদীর ভাঙ্গন হচ্ছে ওই এলাকায়।প্রায় বছর দুয়েক আগে ওই এলাকায় ভাঙ্গন রোধে কংক্রিটের বাঁধ তৈরি করা হলেও সেই বাঁধের পাশেই নুতুন করে ভাঙ্গন শুরু হয়েছে।নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে বহু কৃষিজমি নষ্ট হয়ে গেছে।বর্ষায় ভাঙা ওই বাঁধ দিয়ে কৃষিজমিতে জল ঢুকে কৃষিজমিতে বড়ো গর্ত তৈরি হয়েছে।১৫-২০ বিঘা জমিতে এবছর ধান রোপন করতে পারেননি কৃষকেরা।ধীরে ধীরে ভাঙ্গন বড়ো চেহারা নিচ্ছে।ওই এলাকায় ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের।কৃষকেরা জানান,গত প্রায় ২ বছর ধরে ওই এলাকায় নদীর ভাঙ্গন হচ্ছে।বাঁধ ভেঙে বহু কৃষিজমি নষ্ট হয়ে গেছে।নদীর জল জমিতে ঢুকে আছে।জমিতে অধিক জল থাকায় এবছরও ধানের চারা এখনো রোপন করা যায়নি।কৃষকেরা নিজেরাই কৃষিজমি বাঁচাতে ওই এলাকায় বাঁশ দিয়ে জল আটকানোর চেষ্টা করছে।কিন্তু তাদের এই কাজে কাজ হবে না এটাও তারা জানে।সরকারি ভাবে ওই এলাকায় বাঁধ তৈরির কোনো ব্যবস্থা করা হচ্ছে না।দ্রুত ওই এলাকায় বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন কৃষকেরা।মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শেলী বেগম বলেন,ওই এলাকায় বাঁধ তৈরি বিষয়ে গ্রাম পঞ্চায়েত থেকে প্রকল্প নেওয়া আছে।