সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জল নিকাশির কোনো ব্যবস্থা নেই,তাই সামান্য বৃষ্টিতেই জল জমে ডোবা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

জল নিকাশির কোনো ব্যবস্থা নেই,তাই সামান্য বৃষ্টিতেই জল জমে ডোবার আকার নেয় সমগ্র মাঠ।ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়া সহ জনগণকে।মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুপঝোরা পিপলস ক্লাব ময়দানের এই বেহাল দশা।বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।দ্রুত মাঠে জমে থাকা জল বের করার জন্য জল নিকাশি নালা তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা।গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ঢিল ছোড়া দুরুত্বে ও উত্তর ধুপঝোরা বাজারের পাশেই রয়েছে পিপলস ক্লাব ও গ্রন্থাগারের ওই ময়দান।ওই ময়দানের মধ্যেই রয়েছে একটি অঙ্গনওয়ারী কেন্দ্র, ভূমি পরিদর্শকের করণ, কমিউনিটি হল,সমবায় সমিতির অফিস ও ক্লাব ও গ্রন্থাগার।বর্ষায় মাঠে জল জমার ফলে অঙ্গনওয়ারী কেন্দ্রে আশা মা,শিশু সহ জনগণের সমস্যা হয়।এলাকার বাসিন্দা সঞ্জয় ঠাকুর বলেন,মাঠের জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার ফলে সামান্য বৃষ্টিতেই সমগ্র মাঠে জল জমে যায়।ফলে সমস্যায় পড়তে হয় সকলকেই।অঙ্গনওয়ারী কেন্দ্রে আসা শিশুদের মাঠে খেলতেও সমস্যা হয় বর্ষাকালে।পাশেই গ্রাম পঞ্চায়েত কার্যালয় থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।করোনার আবহে ওই ময়দানে কিছুদিন উত্তর ধুপঝোরা বাজারও বসেছিল।প্রতি বছর বর্ষাকালে ওই মাঠ জলমগ্ন থাকে।জলনিকাশির জন্য ড্রেন তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা।এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য বাপন রায় সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন,গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে ওই এলাকায় জল নিকাশী ড্রেনের প্রকল্প নেওয়া হবে।