মৃতের সংখ্যা বেড়ে ৩
আশুলিয়ায় দগ্ধ আরও একজনের মৃত্যু
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ঢাকার আশুলিয়ায় অগ্নিদগ্ধ পরিবারের আরেক সদস্য আবদুর রব (৩৮) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রবের পরিবার আশুলিয়ার জামগড়া এলাকার মানিকগঞ্জ পাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে থাকতেন। গত ২ নভেম্বরে ভোরে রান্নাঘরে জমা গ্যাস থেকে ওই বাসায় আগুন লেগে পরিবারের পাঁচজন দগ্ধ হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। তাদের মধ্যে রবের মা হাসিনা বেগম গত রোববার ভোরে মারা যান। চিকিৎসাধীন অবস্থায় রবের বাবা আরব আলী মারা যান গত সোমবার রাতে।
রবের স্ত্রী রিপা আক্তার এবং তাদের দুই বছরের মেয়ে আয়েশা আক্তার এখনও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রিপার শরীরের ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। তবে শিশু আয়েশার অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান।
এবিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই পরিবারের সদস্যদের মধ্যে আব্দুর রব (২৮) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
এইচএম/এফসি/এমটিআই